স্বপ্ন দেখতে ভালোবাসি.... দেখ দেখ কি অদ্ভুত সুন্দর! থরে থরে সাজানো কালো মেঘ.....এই নামলো বুঝি ঝুমঝুম বৃষ্টি....এবার কে থামায় আকাশের কান্না? সাথে বাতাসও জুড়ে দেয় তার তান্ডবলীলা। তবে একটানা বৃষ্টির সুর.....মনে হয় একটু বেশিই ভালো লাগে। টিনের চালে হলে তো কোনো কথাই নেই.....। কাল মেঘের ভেলা দেখলে অনেক লোভ লাগে....ইশশশ যদি মেঘগুলো আমাকে ছুয়ে যেত........! ঐ আসছে কালো মেঘের ভেলা। যাই দেখি গিয়ে.....। মেঘের ছোয়া না পাই বৃষ্টির ছোয়া পেলেও পেতে পারি......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।