আমাদের কথা খুঁজে নিন

   

বরষা

একদিন গর্বিত করবো এই পতাকা গাইবো সোনার বাংলা ...

বরষা কথা: ফারহান/তুহীন সুর: তুষার/ফারহা বরষা মানেনা ঝরছে জলধারা জানিনা, জানিনা-কাটবে কি ঘনঘটা। অনুনয় মানেনা অবারিত মনকথা, জানিনা, জানিনা-থামবে কি ঘনঘটা॥ নিরিঝর গগনে, অপলক চেয়ে রই বিস্মৃত কবিতা, আনকা পবনে- মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন বলে যায় “তোমায় আনব ভালবাসি”॥ দিপীকা সায়রে, অনিমেষ চেয়ে রই মিথিলা বরষা, অলোক দহনে- মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন বলে যায় “তোমায় আনব ভালবাসি”॥ বরষা মানেনা ঝরছে জলধারা……

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।