আমাদের কথা খুঁজে নিন

   

বরষা মানেনা - শিরোনামহীন

ছেঁড়া ছবি, স্ফটিক জল, এইটুকুই সম্বল। বাদবাকি রৌদ চলে যাওয়া বিকেল বেলায়...

বর্ষা মানেনা ঝরেছে জলধারা জানিনা, জানিনা কাটবে কি ঘনঘটা। অনুনয় মানেনা অবারিত মনোকথা, জানিনা, জানিনা থামবে কি ঘনঘটা। নির্ঝর গগনে, অপলক চেয়ে রই বিস্মৃত কবিতায়, আনোকা পবনে মিথিলা কবেকার স্মৃতিময় বাতায়ন বলে যায়, তোমায়, অনব ভালোবাসি... দীপিকা শায়রে অনিমেষ চেয়ে রই মিথিলা বরষা, অলোক দহনে মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন বলে যায় তোমায় অনব ভালোবাসি... বরষা মানেনা ঝরেছে জলধারা, জানিনা, জানিনা কাটবে কি ঘনঘটা। : বরষা : শিরোনামহীন : গানটি পাওয়া যাবে এখানে- বরষা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।