আমাদের কথা খুঁজে নিন

   

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে পাওবোর অবহেলা:হুমকির মূখে আইলা উপদ্রুত উপকূলীয় পরিবেশ,প্রতিবেশ ও জীববৈচিত্র

পানি উন্নয়ন বোর্ড(পাওবো) এর কর্মকান্ড বর্তমানে খুব বেশী পরিলক্ষিত হয়না । সরকারী এই বিভাগটি বতর্মানে বলা যায় একটি কর্মহীন দপ্তর। আগের ওয়াপদার কার্য্যক্রম আর বর্তমানের পাওবোর কার্য্যকমে পাথর্ক্য অনেক। একজন এস.ও এবং কয়েকজন স্টাফ নিয়ে প্রতিটি উপজেলায় পাওবোর অফিস থাকা সত্বেও জনগনের খুউব বেশী উপকার বর্তমানে এই দপ্তর থেকে হয় বলে আমার জানা নেই। আমার এলাকা অর্থা খুলনা জেলার পাইকগাছা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের রাস্তাগুলোর যা অবস্থা তা দেখার কেহ নেই।

আইলার পর অনেক রাস্তা সংস্কারের প্রয়োজন ছিলো কিন্ত কোন কাজ করা হয়নি। এমন কি রাস্তাগুলো কেটে নতুন করে কেহ লবন পানি তুললেও পাওবো নিরব। বেসরকারী সংগঠন নিজেরা করি ও পরিবেশ আইনজীবি সমিতি(বেলা) উপকূলীয় এলাকায় পাওবোর বাধ কেঠে লবন পানি উঠানো বন্ধের দাবীতে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন(রিট পিটিশন নং:৫৭/২০১০) করলে মহমান্য হাইকোট উপকূলীয় এলাকায় বানিজ্যিক চিংড়ি চাষের উদ্দেশ্য পাউবোর বাধ কেটে লবন পানি উঠানোর উপর নিষেধাজ্ঞা জারি করে এবং এখনো নিষেধাজ্ঞা বহাল রয়েছে। হাইকোটের নির্দেশনা অনুযায়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মহোদয়ের ৩১/০৩/২০১০ তারিখের ১চ-৫/৬২৭(৩)৩৮ স্বারকের চিঠিতে উপকূলীয় এলাকার পাওবোর বাধ কেটে লবন পানি উঠানোর নিষেধাজ্ঞা থাকলেও অদৃশ্য কারনে তা বাস্তবায়ন হচ্ছে না । সম্প্রতি খুলনা জেলার আইলা উপদ্রুত কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে পাওবোর বাধ কেটে লোনা পানি উটানোর খবর স্থানীয় পত্রিকার শিরোনাম হয়েছে।

মহমান্য হাইকোর্টের নিদের্শনা বাস্তবায়নে পাওবোর অবহেলায় কি আদালত অবমাননা নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.