প্রথমত আমি খুবই বন্ধুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের পাশাপাশি টু্রিজমের উপর কাজ করার ইচ্ছা আছে আমার। এ ব্যাপারে কেউ সাহায্য করলে চির কৃতার্থ থাকব। http://www.facebook.com/saintmartinbangladesh একসময় আমাদের দেশে মদ বা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র কোনটাই ছিল না। আমাদের ময়মনসিংহে এখন অনেক মাদকাসক্তি নিরাময় কেন্দ্র।
তাদের জীবনের কী দুর্গতি কল্পনা করা যায় না! তাই আমার সন্তানের জন্য আমি আগেই জিপিএ৫ চাই না, আমি চাই সে আগে মানুষ হোক তারপর অন্য কিছু শিখুক!
মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের একজনের জন্য তার স্ত্রী বাসা থেকে খাবার পাঠিয়েছেন, তো ভদ্রলোক টিফিন ক্যারিয়ারের ভিতরে একটা চিরকুট লিখে দিয়েছেন যে, "আমার জন্য ভাতের ভিতরে এক প্যাকেট সিগারেট দিয়ে দিও"।
আমাদের দেশে তো সবাই ডিভোর্স হলে খারাপ চোখে দেখে, বলুন তো সেই ভদ্রলোকের স্ত্রীর জীবন কতটা বিপন্ন, তার ভবিষ্যত কতটা অনিশ্চিত!!??
এমতাবস্থায় তার করণীয় কী হতে পারে?
সে কি করবে ডিভোর্স নাকি তার মাদকাসক্ত স্বামীর সব নির্যাতন সয়ে সংসার করে যাবে যে কিনা তাকে কখনও হত্যাও করে ফেলতে পারে। নাকি সে তার স্বামী ভাল হয়ে যাবে সে আশায় থাকবে।
মেরে ভায়ো, দোস্ত, বুযুর্গ, আল্লাহ্ তায়ালা মানুষের জন্য কল্যানকর কোন জিনিসকে কখনই নিষিদ্ধ করবেন না। তিনি যা কিছু নিষেধ করেছেন তার সবগুলোতেই রয়েছে অপূরণীয় ক্ষতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।