"জেগে উঠুক তারুন্য,জেগে উঠুক স্বপ্ন,জেগে উঠুক মনুষ্যত্ব.........." ব্লগার দিনমজুর ভাই ও ফিরোজ ভাইকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে চারদিকের অব্যাহত চাপের কারনে।
রুদ্রপ্রতাপ কে আলাদা করে একটা আন্তরিক ধন্যবাদ না দিলেই নয়।
আরো যারা আজ মানববন্ধনে উপস্থিত ছিলেন এবং যাদের নৈতিক এবং মানসিক সমর্থন ছিল আমাদের আন্দোলনের প্রতি তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
যারা, ব্লগারের মুক্তিটাই বড় করে দেখা হয়েছে বলে যারা প্রশ্ন তুলেছেন তাদেরকে বলছি, আন্দোলনের গতিপ্রকৃতি কিভাবে ঠিক হবে তা বাসায় বসে অনুমান করা সম্ভব না। মাঠে নেমে দেখুন।
সরকারের বিরুদ্ধে এদেরকে মুক্ত করে এনে আবার প্রতিবাদে সোচ্চার করাটাই আন্দোলনের মূল বিষয় হয়ে গিয়েছিল। তাই এটা নিয়ে মাতামাতি না করলেই মঙ্গলজনক হবে।
আর একবার বাংলা ব্লগস্ফিয়ারের শক্তির মহড়া হল। আমরা পেরেছি। এবার আমরা কনোকো ফিলিপসের সাথে চুক্তি একইভাবে বাতিল করিয়ে ছাড়ব।
কোন সন্দেহ নাই। আত্মবিশ্বাস বহুগুন বেড়ে গেছে।
দেশের স্বার্থে কোন আপোষ নাই।
ধন্যবাদ সকলকে।
এইখানে সারাদিনের একটা খসড়া পাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।