ভাদ্র মাস তো তালের মাস, আষাঢ কেমনে হলো? এমনি তো তাল বেতাল মিলে নানান তালে চলছে হরেক রকম তাল। তাতে আবার কাল নাকি হরতাল। কারো কাছে মিষ্টি কারো কাছে টক আবার কারো কাঝে ঝাল। তালে বেতালে কথার থাল নিয়ে আমি বেতাল হয়ে বেসামাল কিছু কথা বলে ফেলবো হয়তো। দেশ তো আপনার আমার আমাদের সবার।
তবে কেন? একপক্ষের হরতাল। সরকার ও বিরোধীদল মিলে হরতাল ডাকলে কেমন হয় ভেবে দেখেছেন? না দেখেননি। কোন দেশে এমন হয় কিনা জানি না। তবে আপনার আমার আমাদের বাংলাদেশে হবে। আমাদের দেশে হয়না এমন কি আছে বলুন তো।
ছয়টি ঋতু নেই। সময় মত সুর্য ওঠা নেই। নেই কোন কিছু নিয়মতান্ত্রিক। তেমনি দেখবেন হরেক রকম তালে হরতালও দুই দলের ডাকে পালিত হবে। অপেক্ষা করুন।
আরো লেটেস্ট নিউজ নিয়ে ফিরে আসছি কিছুক্ষনের মধ্যে। ততক্ষন সাথে থাকুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।