বন্ধ জানালা, খোলা কপাট !
প্রথম পর্ব দেখুন এখানে
কেশ চর্চা > অনেককাল আগে থেকেই চর্চিত হচ্ছে কেশ চর্চা । তবে ইদানীং পাল্টে গেছে কেশ চর্চার ধরন । আমার খালাতো বোন সুমি তার দীঘল কালো কেশ কেটে ছোট করেছে । খালাত ভাই সুমন আবার কেশ না কেটে ছোট থেকে করেছে বড় ! ওর মাথার চুলগুলো যেন উকুনদের অভয়ারণ্য ! অবশ্য কেশ চর্চায় অনেকখানি এগিয়ে আছেন আমাদের ক'জন ব্যান্ড সিঙ্গার । ওনাদের দেখে মনে হতেই পারে যে ব্যান্ড সঙ্গীতের পূর্বশর্ত বুঝি লম্বা চুল ।
না হলে ওনাদের ইয়া লম্বা লম্বা চুল কেন ! অবস্থা এমন যে পেছন থেকে হঠাত্ত দেখে বুঝার উপায় নেই,- স্ত্রী না পৃং !
লেখন চর্চা > নাহ্ ! ব্লগীয় লেখন চর্চা না । এটা একটু অন্যরকম লেখন চর্চা । বাথরুম গায়কদের কথা অনেকেই জানি । বাথরুমে গেলে যারা গলা ছেড়ে গাইতে থাকেন..। তাদেরই মতন এক প্রকৃতির বাথরুম লেখক আছেন ।
বাথরুমের দরোজায় এবং দেয়ালে এরা লেখালেখির চর্চা করেন । পাবলিক টয়লেটগুলোতে গেলে এদের লেখনী শক্তির প্রমাণ পাওয়া যায় ! যেমন,-'আহ্ ! বড়ই শান্তি পাইলাম !' 'সুস্মিতা, তোমার উড়ে যাওয়া সবুজ ওড়না ধরতে গিয়ে আমি বাঁশপাতা ধরলাম !' ইত্যাদি ইত্যাদি ।
শিষ চর্চা,বখশিষ চর্চা > আমার চাচাত ভাই মাহিম ভাল শিষ বাদক । সকাল-বিকাল ছাদে গিয়ে নিয়মিত শিষ বাজায় । একদিন ওর পেছন পেছন গিয়ে খেয়াল করলাম,রাস্তা দিয়ে মেয়ে যেতে দেখলেই ওর শিষ বাদন জমে ভাল ! মাহিমের মত টিন এজাররাই দেশে শিষ চর্চাটাকে বাঁচিয়ে রেখেছে ।
আর সময় বুঝে নরসুন্দর,রিকশাচালক,বাসচালক থেকে শুরু করে সরকারী অফিসের ইট-বালি-সিমেন্ট পর্যন্ত বখশিষ চর্চায় অভ্যস্থ ! এটি খুবই পুষ্টিকর চর্চা বলেই ওনারা এর চর্চা করে থাকেন ।
চর্চা-এ-ডিগবাজি (ওরফে পল্টি মারা । যেমন,-'মান্নান ভূঁইয়া)> ন্যাংটা কালে যেসব দুষ্ট শিশুর দল পুকুর পাড় থেকে ডিগবাজি খেয়ে পুকুরের পানিতে পড়ার কৌশল রপ্ত করেছে, বোধ করি তারাই বড় হয়ে হঠাত্ হঠাত্ রাজনৈতিক দলবদলের মধ্য দিয়ে ডিগবাজি চর্চাটা বজায় রেখেছে । মজার কথা, এ জিনিষ কেবল বঙ্গদেশের মাটিতেই পাওয়া যায় ।
বিচিত্র আমাদের এ-দেশে রয়েছে আরো নানা বিচিত্র সব চর্চা ।
যেমন,- এক লাশের বদলে, দশ লাশ চর্চা । হরতালের সময় দিগম্বরকরণ চর্চা । গাড়ী ভাঙ্গচুর,জ্বালাও-পোড়াও চর্চা । রয়েছে-খিস্তি খেউর চর্চা (মহান সংসদে দাঁড়িয়ে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা এ চর্চা বেশ দক্ষতার সাথেই সম্পাদন করে থাকেন । সাম্প্রতিক সময়ে,তাদের সেইসব মধুর বচন আমরা মিস করতেছি !) ।
এসব ছাড়াও আবিষ্কৃত হচ্ছে নিত্য-নতুন চটকদার সব চর্চা । নিকটভবিষ্যতে যদি দেখেন যে, ফুটপাথে দাঁড়িয়ে কেউ একজন চেঁচাচ্ছে-
"নিত্য-নতুন চর্চা আছে
কে লইবেন ভাই, আসেন কাছে
সাবধান, পকেট সাবধান !
দূষবেন না মোরে, হারায়ে পাছে !"
তখন আর আশ্চর্য হবার কিছু থাকবে না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।