হরেক রকম কষ্ট
- সৈয়দ নোমান আজমী
ডাইরীর পাতা উল্টাতে কষ্ট লাগে
অজানা কষ্টরা এসে উঁকি মারে।
সেতো উপন্যাসের পাতা নয়,
শত দুঃখ আর দু'একটা ভালোবাসা
মান অভিমানের কবিতা।
উপন্যাসকে ব্রিফকেসে তালাবদ্ধ করে
রেখে দিয়েছি, তা ঘাটলেই বিপদ
মেরুদন্ড সোজা করে দাড়াতে পারিনা,
মা দেখে বলেন- কিরে কি হয়েছে
না তেমন কিছুনা, পীঠে একটু ব্যাথা করছে।
বুকের কষ্টের কথা বলিনা
বুক লুকিয়ে রাখি হাজার পশমের ভেতর।
মা পীঠে মালিশ করে দেন, আরাম লাগে ,
বুকের ব্যাথা রয়ে যায় কেউ দেখেনা।
উপন্যাসের বাকী কাজটা পড়ে থাকে
তাতে হাত দিতে সাহস পাইনা মনে।
ছোট বড় কষ্ট মিলিয়ে ডাইরীর পাতা
লিখে যাই অনবরত.....
ফিরে তাকাতে কষ্ট হয়
হরেক রকম রঙের কষ্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।