ৃদহডস্বডগাবডগানড আপনি কি একজন দক্ষ অনলাইন আরনার হতে চান? আমরাই প্রথম, যারা অনেক কম টাকায় কোসর্গুলো করাচ্ছি, সাথে আজীবন প্রবলেম সলভিং ক্লাস করার সুযোগ দিচ্ছি; যা কিনা বাংলাদেশের ইতিহাসে প্রথম। আমরা আপনার certificate-এর বোঝা বাড়াচ্ছিনা। বরং আপনি যাতে আসলেই আয় করতে পারেন, সে জন্য আপনাকে আজীবন সহযোগীতা করছি। আমরা ইন্টারনেট থেকে আয় করার শক্তিশালী কিছু প্রোগ্রাম যেমনঃ freelancing, google adsense, affiliate marketing, seo সহ আরো অনেক কিছু হাতে কলমে শেখাচ্ছি। যেখান থেকে আপনি মাসে ১০০- ১০০০ ডলার বা আরো অধিক আয় করতে পারবেন।
আমরা এ পযর্ন্ত প্রায় ১৫০০ জন ছাত্র-ছাত্রীকে এ কোসর্গুলো শিখিয়েছি। আমাদের যশোরের এক ছাত্রী SEO শিখে মাসে প্রায় ১৫০০-২০০০ ডলার আয় করছে, আর Master Card থেকে টাকা তুলছে। যাকিনা তার কাছে এখনো স্বপ্নের মত মনে হয়। এখন সিদ্ধান্ত আপনার হাতে, আপনিও ইচ্ছে করলে অনলাইনে আয়ের মাধ্যমে আপনার ও দেশের অথর্নীতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারেন। আমাদের সাথে যোগাযোগঃ মোঃ এনায়েত - 011 911 09 79 2 "আমরাই প্রথম যারা ১৯৯৯ সালে অনলাইন আয়কে সফলভাবে সকলের কাছে উন্মুক্ত করি।
"
"Dreams are not those that are dreamt at night, but dreams are those that are dreamt at open eyes." ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।