আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) গতকাল শেষ হয়ে গেল মাসব্যাপী বৃক্ষমেলা। বানিজ্যমেলায় যাবো না যাবো না বলেও দুই-তিন বার যাওয়া হলেও বৃক্ষমেলায় সাধারনত যাওয়া হয়না।
কয়েকবছর আগে এক আপুর সাথে গিয়েছিলাম। এি বছর মেলা শুরু হওয়ার আগেই ঠিক করেছিলাম যাবো বলে কিন্তু বিভিন্না কারনে আর সময় হয়ে ওঠেনি। মেলার একেবারে শেষের দিকে ৩/৪দি বাকী থাকতে মনে হলো যেতেই হবে। আর সে জন্যেই আমার সব জায়গায় ঘোরা-ঘুরির সঙ্গী এ্যানীকে বললে রাজী হয়ে গেল।
দুজনে মিলে ভালই ঘুর-টুরে এলাম।
আসুন তআর ই কিছু শেয়ার করি আপনাদের সাথে।
১। মেলায় ঢুকতেই আনারস
কিছুদূর যেতেই আবার আনারস, এবার পাকা
২।
ক্যাকটাসের স্টলে যেয়ে সব ই নিয়ে আসতে মন চাইছিলো। তবে একটা ক্যাকটাসের নাম ট্যাগ দেখে চোখ আটকে গেল।
আমার আম্মার মিতা কিনা
তাই....
৩। গাছটা আসলে যতটা সুন্দর ততটা ছবিতে আসেনি, তার পরেও দেখেন
বৃক্ষ তোমার নাম কি; ট্যাগে পরিচয়। এটা আসলে বৃক্ষ মেলার গাছের ক্ষেত্রে
৪। গাছটির নামটি মনে নেই
বেশ মনে ধরসিলো একটা ক্যাকটাস। কেউ গিপটু করলে ভাল লাগত কিন্তু সেই কপাল কি আর....
৫।
যাক ভালবাসার নিদর্শন দর্শন করেন
৬। বাহারী ক্যাকটাস
৭। প্যাশন ফুল
৮। চোখে পড়ল সাদা জবা, আরো বাহারী সব জবা ছিলো।
৯।
আরো ছিল চমৎকার ব্লিডিং হার্ট
১০। চমৎকার সব অর্কিড
অর্কিডের স্টলেই একটা জিনিসে চোখ আটকে গেল। ভাবলাম এজিনিস এখানে কেন! ভাল করে খেয়াল করে দেখি এটাও একটা গাছ!
১১। দেখে খুব মজা পেয়েছিলাম
১২। পাকা কামরাঙা
১৩।
লাল টুকটুকে করমচা
আমি কি কিনলাম তা দেখবেন না?
আমি গিয়েছিলাম বেলী ফুল গাছ কিনতে। বহুত ঘুরে ফিরে পছন্দসই না পেয়ে শেষমেষ কিনলাম একটা
১৪।
গাছটা কেনার পরে একটু সামনে যেতেই দেখি চমৎকার সব বেলী। রাগে গা টা জ্বলে যাচ্ছিলো। যতই সামনে যেতে লাগলাম ততই সুন্দর সব বেলী।
পরে আর সহ্য করতে না পেরে কিনে নিলাম
১৫। এটা
১৬। নিজের গাছের ফুল। আহ!
প্রথম কেনা বড় গাছটা ছোট ফুল দেয় কিন্তু ছোট গাছটা বড় জাতের ফুলের গাছ
ফুল ফুটলেই রাতেরবেলা তুলে ফেললাম ছবি
১৭।
১৮।
দিনের আলোতে
বেলীগাছ কিনতে যেয়ে গাছের তলায় পড়ে থাকা ফুট কুড়িয়ে নিতেই গাছ ওয়ালা বলে 'আপা ফুলটা ছিড়ে ফেললেন'
তাতাতাড়ি তাকে বললাম ছিড়িনি, নিচে পড়াগুলো নিয়েছি
১৯। কুড়ানো ফুল
একটা স্টলে একটা ক্যাকটাস দেখে আর চোখ ফেরাতে পারলাম না। কি আর করা নিয়েই আসতে হলো।
২০। আমার আনারস মার্কা ক্যাকটাস
আমি কোন ফটোগ্রাফার নই, আমার ভাল ক্যামেরাও নেই।
ছবি তোলার জন্যে আমার নকিয়ার ২মেগাপিক্সেল ক্যামেরাই ভরসা। আমার মোবাইলটির প্রতি আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ আমাকে অন্তত আফসোস খাওয়া থেকে বাঁচায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।