আমাদের বশুবাড়ীর ঘাটের ঐতিয্য আর রক্ষাকরা গেলনা সেখানে াখেন এখন বাজে লোকেরা আড্ডা মারে।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালুর মাধ্যমে নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির মহোৎসবের আয়োজন করতে চায়। একটি বিশেষ দলকে বিজয়ী করতে ইসি'র নানা আয়োজনের এটি অন্যতম। পশ্চিমা বিশ্বসহ উন্নত দেশগুলো যখন ভোটগ্রহণের েেত্র ইভিএম পদ্ধতি থেকে সরে আসছে তখন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ পদ্ধতি চালু করার যৌক্তিকতা নেই বলে বিএনপি'র সিনিয়র নেতাদের দাবি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি'র বেশ কয়েকজন সিনিয়র নেতা ইভিএমকে নির্বাচনে কারচুপির নতুন সংস্করণ বলে অভিহিত করেছেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'আমেরিকার প্রতিষ্ঠিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন নিয়ে গবেষণা হয়েছে। এসব গবেষণার ফলাফলে দেখা গেছে, ভোট প্রদানের সময় একজন ভোটার ইচ্ছে করলে একচাপে ৫০টির মতো ভোট দিতে পারবেন। যারা ইভিএম ভোটিং পদ্ধতির ডিজাইন করবেন তারা ডিজাইন করার সময় এমনভাবে ডিজাইন করতে পারবেন যার ফলে ভোটার যে প্রতীকেই ভোট প্রদান করুক তা একটি নির্ধারিত প্রতীকের ঘরে যোগ হতে থাকবে। তাছাড়া মোবাইলের ব্লুটুথের মাধ্যমে ভাইরাস প্রবেশ করিয়ে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন কন্ট্র্রোল করা যাবে। যা কখনোই সুষ্ঠু নির্বাচনের জন্য কাম্য নয়।
খন্দকার মোশাররফ বলেন, 'আমেরিকার কয়েকটি রাজ্যে ইভিএম পদ্ধতির প্রচলন ছিল। কিন্তু নানা সমস্যার কারণে তারা ভোটগ্রহণের েেত্র এ পদ্ধতি বন্ধ রেখেছে। তিনি বলেন, 'এ পদ্ধতি চালু হলে কারচুপি বৃদ্ধি পাবে। বাংলাদেশের ভোটাররা ইভিএম'র সঙ্গে পরিচিত নয়। সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে বিদ্যমান পদ্ধতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।
'
এ বিষয়ে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'নির্বাচন কমিশন যে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের কথা বলছেন এর ব্যবহার ভোটারদের জানা নেই। এমনকি যারা ভোটগ্রহণ করবেন তাদের অনেকেই এ তথ্য প্রযুক্তির সঙ্গে খুব বেশি পরিচিত নয়। ' তিনি বলেন, 'উন্নত বিশ্বের শতকরা ৯০ ভাগ দেশে এ ব্যবস্থা চালু নেই। একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই নির্বাচন কমিশন অপ্রয়োজনীয় পদ্ধতির পেছনে সময় পেণ করছে। ' গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, 'নির্বাচন কমিশন বিএনপি'র সঙ্গে ইভটিজিং করছে।
প্রধান নির্বাচন কমিশনারকে মতলববাজ মন্তব্য করে তিনি বলেন, 'এই নির্বাচন কমিশন বিএনপিকে ভাঙ্গার ষড়যন্ত্রের অংশ হিসেবে দলের সহ-সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে মহাসচিবের চিঠি দিয়েছে। বর্তমান কমিশনারদের মেয়াদ শেষ হয়ে এসেছে উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, 'দশম জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে তা নিয়ে ভাবনার দরকার নেই। যারা নতুন মেয়াদে নিযুক্ত হবেন এটা তাদের কাজ। দলটির স্থায়ী কমিটির অপর সদস্য লে. জে. মাহাবুবুর রহমান বলেন, 'ইভিএম পদ্ধতি বিএনপি নাকচ করে দিয়েছে। দেশ এখনো ডিজিটাল হয়নি উল্লেখ করে তিনি বলেন, 'এটি অনেক সময় সাপে ব্যাপার।
এ পদ্ধতিতে ভোটগ্রহণের উপযুক্ততা বাংলাদেশ এখনো অর্জন করেনি। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এ পদ্ধতি সহায়ক নয় বলেও মন্তব্য করেন বিএনপি'র এই শীর্ষ নেতা। জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, 'ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি হচ্ছে মহাচুরির একটি মিশন। বিএনপি কখনোই এ পদ্ধতির সঙ্গে একমত হতে পারে না। আওয়ামী লীগের পরামর্শে নির্বাচন কমিশন এ পদ্ধতি চালুর ব্যাপারে পদপে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।