আমাদের কথা খুঁজে নিন

   

নারী নির্যাতন থামবে না এদেশে!

আমাদের দেশ আমাদের সম্পদ দৌলতদিয়া যৌনপল্লী থেকে কিশোরী উদ্ধার: বাড়িওয়ালি আটক রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী থেকে সুমাইয়া আক্তার (১৫) নামে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ তাকে উদ্ধার করে। জোর করে সুমাইয়াকে যৌনকর্মী হিসেবে কাজে লাগানোর অভিযোগে বাড়িওয়ালি মোমেনাকে (৩০) এ সময় আটক করা হয়েছে। সুমাইয়া ফরিদপুর সদর উপজেলার আলীপুর গ্রামের সোহরাব ফকীরের মেয়ে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাটথানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ বাংলানিউজকে জানান, চলতি বছরের ১৬ মার্চ কিশোরী সুমাইয়া গার্মেন্টেসে চাকরির জন্য তার বান্ধবী রূপার কাছে ঢাকায় যেতে চায়।

ঢাকায় যাওয়ার সময় দৌলতদিয়া ঘাটে আসলে এক অপরিচিত যুবক তাকে ভালো চাকরি দেওয়ার কথা বলে যৌনপল্লীর মোমেনার কাছে বিক্রি করে দেয়। এরপর সে অনেকবার পল্লী থেকে পালিয়ে যেতে চাইলেও ব্যর্থ হয়। বাড়িওয়ালি মোমেনা এ জন্য তাকে বার বার মারধর করে। গত মঙ্গলবার পাড়ার এক প্রতিবেশী খরিদ্দার হিসেবে তার কাছে আসলে সে তখন সব ঘটনা খুলে বলে। এরপর সে সুমাইয়াকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে সুমাইয়ার মাকে খবর দেয়।

সুমাইয়ার মা বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে উদ্ধার করে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, মামলার দায়েরের পর আসামিকে জেল-হাজতে ও কিশোরীকে শারীরিক পরীক্ষার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : Click This Link রাজশাহীতে মহানগরীতে গৃহবধূর গলিত লাশ উদ্ধার রাজশাহী: রাজশাহী মহানগরীর সিলিন্দা অভয়ের মোড় এলাকা থেকে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েকমাস আগে সিলিন্দা এলাকার ওই বাড়িটি ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে দু’জন নারী-পুরুষ বসবাস করে আসছিলো। বাড়ির মালিক অন্য এলাকায় থাকায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে সম্প্রতি বাড়িটি থেকে লাশের গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির তালা ভেঙ্গে ক্ষতবিক্ষত ও গলিত লাশটি উদ্ধার করে। রাজপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বাংলানিউজকে জানান, কমপক্ষে এক সপ্তাহ আগে ওই নারীকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছিল। এরপর লাশ ফেলে খুনী বাড়িতে তালা দিয়ে পালিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র : Click This Link সরাইলে নারীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের দেওয়ান দীঘি থেকে বৃহস্পতিবার গেদুন্নেছা বেগম (৬০) নামে এক নারী লাশ উদ্ধার করেছে। গেদুন্নেছা সরাইল উপজেলার সদর ইউনিয়নের কাচারি পাড়ার মৃত রিপু মিয়ার স্ত্রী। মৃতের ছেলে ফারুক মিয়া বাংলানিউজকে জানান, চার বছর ধরে তার মা মানসিক রোগে আক্রান্ত। বুধবার গভীর রাতে ঘর থেকে তিনি বাইরে যান। সকালে তাকে ঘরে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে।

এক পর্যায়ে সকাল ৯টার দিকে দেওয়ান দীঘিতে তার লাশ পাওয়া যায়। সরাইল থানার ওসি জহিরুল ইসলাম খান বাংলানিউজরে কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সূত্র : Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.