হায়!কতটুকু জানো? কি-ই বা জানো! আটলান্টিকের গভীরতা সে আর এমন কি তোমার চোখের ঐ অতলান্ত গভীরতায় লবনাক্ত সমূদ্র সে আর কতটা হবে তোমার বিরহের চাইতে চাঁদ সূর্যের দূরত্ব, কিংবা আলো আধাঁরের দূরত্ব ও কিছু নয় আমার উঠোনে তোমার অনুপস্থিতি, তোমার অনঅতিক্রমতার চেয়ে ভয়াবহ কোন শব্দ নেই তবু বলছি, তোমার সুখের নিমিত্তে ধুকপুকানি কাঠ কয়লা এ হৃৎপিন্ডের রক্ত রনটা আরও ানিকটা বাড়ানোর জন্যই না-হয় তুমি ফিরে আসো, এবং জেনে যাও এখানে তোমার উপস্থিতি আজ কতখানি অনিবার্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।