শব্দে তোলি কথা। শব্দে ভাঙি চাবুক। শব্দে ফোটাই ঝর্নাধারা। শব্দে তোলি কান্না।
কান্না থেকে স্ফুরিত চিৎকার ভাসিয়ে দিচ্ছে বুক।
অথচ কান্না নিজেই কথার ভেলা । কান্না পাবার লোভে আমার শব্দে ভাঙে দেয়াল।
দেয়াল ছাড়া কোন পথই পথ নয়। দেয়াল ছাড়া কোনো আলোই পায়না বাতাস। দেয়াল মানে তোমার চোখে একশ একটি রঙিন প্রজাপতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।