আমাদের কথা খুঁজে নিন

   

হারাতে হারাতে বাকী আছি আমি, আমারই কাছে

আহসান জামান হারাতে হারাতে বাকী আছি আমি, আমারই কাছে; সোনালী রোদের হাসি, ঝলমল হাওয়ায় উড়ে কার্পাস তূলোর মতো নরোম পালকে খসে গেছে কবে, সে তো বিকেলেরও আগে; স্তব্ধতার সর পড়ে পাখিদের বনে। কী নীরব বুনোপথে বুনে গেছে কেউ, নিঃসঙ্গতার চাদর; কুয়াশাভোরের আগেই শেষ রোদ নিভে গেছে, বলেছে বিদায়! আমি তার বার্তাবোঝাই জাহাজের নাবিক, মাস্তলে হাত রেখে বুঝেছি আমি একা, আমারই কাছে। হাত থেকে গলে যাওয়া আইসক্রীমের মতো খুলে গেছে সবই; এক-এক-দিনের অযুহাতে। উঠোনে জেগে ওঠে লাশের বাগান; চোখ থেকে খসে পড়ে আপন প্রিয়মুখ, বেদনারা ভুলেছে এবার রঙভেদ; হাওয়ায় উড়ছে একা; দায়ভাগ। হারাতে হারাতে বাকী আছি আমি, আমারই কাছে;

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.