অনেক "ইসলাম-প্রিয় " ভাইদের দেখছি, ব্লগার "ইমরান সরকার" এর সমালোচনা করতে গিয়ে তার নাম কে ব্যাঙ্গ করে " ইম্রাইন্নাহ " বলে সম্বোধন করছেন বিভিন্ন লেখা-লেখিতে ! একজন ব্যাক্তি ভাল হোক আর মন্দ হোক কার নাম নিয়েই ব্যাঙ্গ করা ঠিক নয় ! তাও যদি আবার সেটা " ইসলাম পন্থি " ভাইদের কাছ থেকে হয় ! আর, " ইমরান " নামটি আল-কুরানে এসেছে " মারিয়াম (আঃ) এর পিতার নাম হিসেবে, আর এটি একটি সূরার নামও ! এই সূরায়, ইমরান (আঃ)'র কন্যা ( মারিয়াম) ও পরে তাঁর সন্তান হযরত ইসা (আঃ) সম্পর্কে বর্ণনা দেয়া হয়েছে। আর এই কারণেই এই সূরার নাম দেয়া হয়েছে আলে ইমরান বা ইমরানের বংশধর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।