আজ খুব সকালে ঘুম ভেঙ্গে গেল। আজ সেই বিশেষ দিন। বেশ কিছু দিন থেকেই এই দিনটির জন্য নানা কাঠ-খড় পোড়াতে হয়েছে আমাকে। সরকারের পক্ষ থেকে আজ একটি বিদেশি কোম্পানীর সাথে আমি চুক্তি স্বাক্ষর করবো।
কি কারণে জানিনা এই সকাল বেলা আমার ঠিক ২৫ বছর আগের ছাত্র জীবনের কথা মনে পরে গেলো।
আমি তখন কলেজে আমার সংগঠনের পক্ষ থেকে ভিপি পদটাও জন্য লড়ছি। উফ কি সময়টাই না ছিল তখন। কলেজের সবার চোখে আমি দেখতে পেতাম ভীতির দৃষ্টি। আমি জানতাম এ আমার প্রতি তাদের শ্রদ্ধার দৃষ্টি। ভালোই লাগতো।
আমি যখন অস্ত্রসজ্জিত সুশৃংখল ক্যাডার বাহিনী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতাম সবাই কি ভক্তি সহকারে আমার পথ ছেড়ে দিত আমার স্মৃতিতে তা এখনো উজ্জ্বল। আমি জানতাম এ আমার প্রতি তাদের আস্থার নমুনা। আমি তাদের এই আস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখিয়েছি। মনে আছে কলেজের পাঠাগার সংস্কারের জন্য ১০ লক্ষ টাকার যে বাজেট এসেছিল তা যেন কোনো দূর্নীতিবাজের হাতে না পড়ে এজন্য তার ৬০ শতাংশই নিয়ে নিয়েছিলাম আমার জিম্মায়। সাধারণ ছাত্রদের এই আমানত আমি একটুও খেয়ানত করিনি।
একটা পয়সাও আমি ছুতে দেইনি কাউকে। আমি জানি আমার প্রতি তাদের কত আস্থা। ততদিনে আমার যোগ্যতা সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে গেছে আমার দল। ফলাফল আমিই কলেজের ভিপি।
সেই থেকে শুরু।
আমি কখনই আমার জনগনের সম্পদের কোনো ক্ষতি হতে দেইনি। আমি যখন আমার এলাকার মাননীয় সাংসদ...মনে পড়ে কত গরিব, অসহায় এবং সংখ্যালঘু জনগন ছিলো আমার আসনে। তাদের নিজেদের সামান্য সম্পদটুকু হেফাজতের সক্ষমতাটুকু ছিলোনা। তাদের সম্পদ আমি ধবংস হয়ে যেতে দেইনি, নিয়ে নিয়েছিলাম আমার জিম্মায়। ওদের প্রতি এতটুকু দায়িত্ববোধ না দেখালে কি চলে ?
আমি জানতাম জনগনের প্রতি আমার এই ভালোবাসার প্রতিদান আমি একদিন পাবোই।
যদিও প্রতিদানের আশায় আমি কিছুই করিনি। তারপরেও জনগন তো আমাকে ভালোবাসেই। আজ আমি দেশের সরকারের মাননীয় জ্বালানী মন্ত্রি। দেশের জনগনের মহামুল্যবান তেল-গ্যাস রক্ষার এক গুরু দায়িত্ব আমআর উপর অর্পিত। আমি জানি এই সম্পদ কোনো অশুভ শক্তির হাতে পড়তে পারে।
তা আমি হতে দেই কি করে। রাজনৈতিক জীবনের শুরু থেকেই কখনই আমি জনগনের সম্পদ নষ্ট হতে দেইনি, আজও দেবনা। তাইতো আমি এই গ্যাস বিদেশী কোম্পানীর কাছে বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি জনগনের মহামূল্যবান এই গ্যাসের এর থেকে ভালো কোনো সুরাহা হতে পারেনা। তাছাড়া আমিতো জানি আমার উপর জনগনের কত আস্থা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।