মঙ্গলবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এ সংঘর্ষ চলে বলে জানিয়েছে পুলিশ।
লোহাগড়া থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ওসমান সরদার ও আসাদ সরদারের সমর্থকরা।
সংঘর্ষে আহত কুমড়ি গ্রামের মিন্টু সরদার (৩২), জামান সরদার (৩৫) ও লিপন সরদারকে (৩০) নড়াইল সদর হাসপাতালে এবং আরজ মোল্যা, আজগর, সনি, বাকী বিল্লাহ, ইউসুফ সরদারসহ ১২ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, বাকিদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।