আমাদের কথা খুঁজে নিন

   

নড়াইলে জামায়াতের হামলায় ৫ পুলিশ আহত

জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বি এম নুরুজ্জামান জানান, বুধবার সকাল ৮টার দিকে নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ১৮ দলীয় জোটের অবরোধের মধ্যেই এই হরতাল করছে কাদের মোল্লার দল জামায়াতে ইসলামী। 
ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান, জামায়াত-শিবির কর্মীরা সকালে ডুমুরতলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতকর্মীরা পুলিশের দিকে হাতবোমা ছুড়লে সদর থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন রাস্তায় পড়ে যান। এরপর জামায়াতকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে মোক্তারসহ পাঁচজনকে পিটিয়ে আহত করে।

পরে অতিরিক্ত পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 
আহতদের মধ্যে পরিদর্শক মোক্তার হোসেনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া সদার থানার এস আই মো. তান্নু ও মো. জালাল, হাবিলদার বাবলু ও কনস্টেবল সাঈদকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.