নড়াইলে পুলিশ পরিচয়ে একই রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় বাঁধা দেওয়ায় দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে ডাকাতরা। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামের ওহিদুর রহমান মিস্ত্রির বাড়িতে সশস্ত্র ডাকাত দল পুলিশ পরিচয়ে হানা দেয়। বাড়ির মালিক ওহিদুর রহমান জানান, দরজা খুলতে দেরি হওয়ায় দরজা ভেঙে তারা ভেতরে ঢোকে।
পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকার মামলামাল লুট করে নেয়। এ সময় চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা হাফিজার শেখকে (৫০) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
এরপর ডাকাত দল রাজাপুর গ্রামের বাবুল কাজীর বাড়িতে হানা দেয়। বাবুল কাজীর বোন লাকী খানম জানান, ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকাসহ তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বাঁধা দেওয়ায় তার ভাই বাবুল কাজীকে (৩০) বেপরোয়াভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে।
তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়।
নড়াইল সদর থানার ডিউটি অফিসার এসআই জিল্লুর রহমান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।