আমাদের কথা খুঁজে নিন

   

নড়াইলে শিবিরের ৫ নেতাকর্মী আটক

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা কারাগারের গেট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি রজিবুল ইসলাম মনির (৩০), সাধারণ সম্পাদক খান আব্দুস সুবহান (২৫), সদর পশ্চিম সভাপতি আব্দুল ওয়াহাব (২৩), সদর উপজেলা হবখালী ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুর রহমান (৪৫) ও শিবিরকর্মি সুজন (২০)।
জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভাপতি রজিবুল ও সেক্রেটারি সুবহান অন্য মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে সকালেই কারাগার থেকে মুক্তি পেয়ে বের হন আর ওই সময়ই তাদেরসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহা জানান, পাঁচ জনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা রয়েছে।
নাশকতা করতে পারে এ আশংকায় তাদের জেলা কারাগারের সামনে থেকে আটক করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.