আমাদের কথা খুঁজে নিন

   

নড়াইলে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

বুধবার রাতে কুড়িগ্রাম হেলিপ্যাড এলাকায় নিহত রাশেদ পারভেজ (২৫) নড়াইল সদরের কুরলিয়া গ্রামের জাবেদ হোসেন বুলুর ছেলে।
র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুট্যার গান, পাঁচ রাউন্ড গুলি, বেশ কয়েক জোড়া স্যান্ডেল ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করেছে তারা।
তার বিরুদ্ধে সেনাবাহিনীর এক সার্জেন্টের ছেলেকে অপহরণের মামলা রয়েছে বলেও র‌্যাব জানিয়েছে।
র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর জাহিদুল করিম জানান, যশোর সেনানিবাসে কর্মরত সার্জেন্ট হাফিজুর রহমানের ছেলে নবম শ্রেণির ছাত্র হাসিবুল হাসান তানভীরকে গত ২৮ জুন যশোর শহরের আরবপুর থেকে নড়াইলের রাশেদ পারভেজ, নাঈম, সাক্ষর ও মাসুদ অপহরণ করেন।
অপহরণকারীরা ভানভীরের মা সেলিনা হাফিজকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।


গত ৩০ জুন নড়াইলের লোহাগড়া পৌরসভার পোদ্দারপাড়া এলাকা থেকে তানভীরকে উদ্ধার করে র‌্যাব।
ওই সময় অপহরণকারীরা পালিয়ে যায়।  
র‌্যাব কর্মকর্তা বলেন, তাদের ধরার জন্য মঙ্গলবার রাতে নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় হ্যালিপ্যাডে অভিযান চালানো হয়।
এ সময় অপহরণকারীরা র‌্যাব সদস্যদের প্রতি গুলি করলে তারাও পাল্টা গুলি করে।
গুলিবিদ্ধ হয়ে পারভেজের মৃত্যু হয়।

এলাকাবাসী রাশেদ পারভেজের লাশ সনাক্ত করেছে বলেও তিনি জানান।
“নিহত পারভেজের বিরুদ্ধে যশোর ও নড়াইল থানায় মামলা রয়েছে,” বলেন তিনি।
রাশেদের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে র‌্যাবই বিষয়টি ভাল জানে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.