শীর্ষ নিউজ ডটকম, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগ নেতার নির্বাচনী জনসভায় আগত লোকদের বিএনপির সমর্থক ভেবে আওয়ামী লীগের ৮/১০ জন কর্মীকে বেধড়ক পিটিয়েছে পুলিশ ।
বৃহস্পতিবার বিকালে নড়াইল-কালনা সড়কের লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃত দুই পুলিশ কর্মকর্তা হলেন, এস আই আতিকুজ্জামান ও এস আই সজল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশি হামলার শিকার নলদীর এনায়েতসহ অন্যান্য নেতা-কর্মীরা জানান, তারা আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলীয় প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটুর জনসভায় আসার জন্য নলদী ইউনিয়ন থেকে লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকায় জড় হয়। ওই মাঠে বিএনপি মিটিং করছে এমন ভুয়া সংবাদ পেয়ে লোহাগড়া থানার সেকেন্ড অফিসার এস আই আতিকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ ও গালিগালাজ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ খবর জনসভাস্থলে পৌঁছালে নেতা কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন।
এ ঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জনসভার মাইকে প্রকাশ্যে ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ এবং আটককৃতদের ছেড়ে দেবার আশ্বাস দেন।
http://www.sheershanews.com/2014/03/13/29189
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।