তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো...
স্কুলের বড় ভাইয়া-আপুদের বিদায়ের দিনে প্রকাশিত দেয়ালিকায় লেখেছিলাম প্রথম কবিতা। কী নাম ছিলো সে কবিতার, তা এতোদিনে ভুলে গেছি। ভুলে গেছি কবিতার কথাগুলোও। শুধু মনে আছে কবিতাটা লেখেছিলাম অন্য একটা কবিতার অনুকরণে। আজ এই এতোদিন পরে সেই অন্য কবিতার কথাও মনে নেই আমার...
তারপর থেকেই কবিতা লেখেছি নিয়মিত।
কিন্তু আমার কবিতাকে কবিতা বলার সাহস আগে কখনো হয়নি আমার। সব সময়-ই ভেবে নিতাম- এ কেবল আমারই কবিতা। সত্যিকারের কবিতা নয়। সত্যিকারের কবিতা লেখার মতো বড় আমি কোনোদিনই হবোনা।
আমার লেখাগুলো তাই চরম অবহেলায় পড়ে থাকতো আমার পুরনো খাতার ভাজে ভাজে।
হারিয়েও যেতো কতো কতো। কম্পিউটার আসার পর এখন পুরনো কিছু কবিতা রেখে দিয়েছি। নতুন কিছু যোগ করেছি...
সব কবিতা কোনো একদিন প্রকাশ করবো। কোনো একদিন আমার কবিতারা সব ডানা মেলবে... উড়বে নিজের মতো। আমার কবিতা হয়ে...
মাত্র ১৩টি কবিতা নিয়ে গতরাতে একটি ই-বুক বানিয়েছি।
সবার সাথে শেয়ার করতে মন চাইলো। তাই এই পোষ্ট... যদি কারো ইচ্ছে হয় ডাউনলোড করতে পারেন...
নিরন্তর ভালো থাকুন সবাই... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।