এখন বি এন পির দালালরা কি বলবে। বি এন পিকে হেয় করার জন্য এটা করা হয়েছে। কোকোর ৬ বছরের সাজা হয়েছে ওটাও নাকি জিয়া পরিবারকে হেয় করার জন্য করা হয়েছে। বিগত বি এন পির ৫ বছরে যে হরিলুট হয়েছে তার গডফাদার তারেক, কোকো এটা দিবালোকের মত সত্য। এ সব চোরদের সাফাই গাইতে গাইতে বি এন পির নেতারা এখন মুখে ফেনা তুলতেছে…..।
কথায় আছেনা চোরের মায়ের বড গলা।
কোকোকে চোর বলেছে আমেরিকারা এফবিআই ও আদালত এবং আমরা প্রথম সিংগাপুরে ইংরেজী পত্রিকায় কোকো চোরার খবর পাই এর পর সিংগাপুরের নিউজ চ্যানেল “Channel News Asia” এই খবর প্রচার করে। এটা কি চোরা জিয়ার পরিবারকে ছোট করার জন্য না কি অপরাধকে অপরাধ হিসাবে প্রকাশ করেছিল। এটা কি হাসিনার সরকার করেছিল ? মালেয়শীয়ার সরকার বিশ্বচোরা তারেকের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল কেন, হাসিনা সরকার করিয়েছিল ? শালা সব অন্ধ সাপোর্টার কোথাকার । গালি দিলেও বলে খাইতে ভাল লাগে ! দল বলে কথা !
মোশারফ চোরাকে যে গাড়ী ও ঘুষ দিয়েছে এটাও কানাডার আদালতকে হাসিনা বলে দিয়েছে তাই না ? আমরা মোশারফকে আইনের আওতায় এনে জাতীর কলংক মোচনের জন্য সরকারের কাছে জোর দাবী করছি।
আর বিশ্ব চোর তারেকের সকল অপকর্মের বিচার এবং তার বিস্তারিত জাতীর উদ্ধেশ্যে প্রকাশের জন্য সরকারের নিকট দাবী করছি। (আজাদী) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।