পাকিস্তানের একটি বিশেষ আদালত রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফকে তলব করেছেন। একজন সরকারি কৌঁসুলি বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে মোশাররফের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মামলায় সরকার পক্ষের প্রধান কৌঁসুলি আকরাম শেখ বলেছেন, ২৪ ডিসেম্বর মোশাররফকে আদালতে হাজির হতে বলা হয়েছে। ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সরকারকে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন মোশাররফ। তবে ওই ঘটনার এক বছর পর সুপ্রিম কোর্ট তার ক্ষমতা গ্রহণকে বৈধতা দেন। দ্য ডন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।