পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে বলেছে, তালেবান ও আল-কায়েদার সন্ত্রাসীরা দেশটির সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের ওপর হামলার পরিকল্পনা করেছে। আজ মোশাররফের আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু এ চিঠির পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে তাকে হয়ত আদালতে হাজির করা হবে না।
পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিব, রাজধানী ইসলামাবাদের পুলিশ প্রধানসহ অন্যান্য কর্মকর্তাদের কাছে লেখা এ চিঠিতে পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এবং আল কায়েদা অদূর ভবিষ্যতে পারভেজ মোশাররফের ওপর হামলার পরিকল্পনা করেছে। হামলাকারীরা আদালতের ভেতরে বা বাইরে তাকে হত্যার চক্রান্ত করেছে।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য চিঠিতে পরামর্শ দিয়েছে পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো মোশাররফের আইনজীবী আহমেদ রাজা কাসুরির বক্তব্যের বরাত দিয়ে জানিয়েছে, নিরাপত্তার নিশ্ছিদ্র ব্যবস্থা নিশ্চিত করা না হলে তার মক্কেল আদালতে হাজির হবেন না।
মোশাররফের বিরুদ্ধে আনিত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের বিচারের জন্য এ বিশেষ আদালত গঠিত হয়েছে। আজ তাকে হাজির হওয়ার জন্য আদালত সমন জারি করেছে।
ইসলামাবাদের জেলা আদালতে রক্তক্ষয়ী বন্দুক ও বোমা হামলার মাত্র এক সপ্তাহের কম সময়ের মধ্যে এ চিঠি দিল পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আদালতে ওই হামলায় জেলা ও দায়রা জজসহ ১১ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।