পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের সঙ্গে অবমাননাকর আচরণের প্রতিবাদ জানিয়েছেন দেশটির একদল সেনা কর্মকর্তা।
আজ শনিবার ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়, কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ৭৫ জন সেনা কর্মকর্তা গতকাল শুক্রবার সিনেটের প্রতিরক্ষা ও প্রতিরক্ষা উত্পাদনসংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মুশাহিদ হুসাইন সাঈদের সঙ্গে পার্লামেন্টে সাক্ষাত্ করেন। এ সময় তাঁরা সাবেক সেনাপ্রধানের সঙ্গে অবমাননাকর আচরণের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। মোশাররফকে গ্রেপ্তারের বিষয়ে সেনা কর্মকর্তারা তাঁদের উদ্বেগ প্রকাশ করেন।
সূত্র জানায়, সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর সমালোচনা করা যায় না বলে সেনা কর্মকর্তারা মত দিয়েছেন।
সিনেটর হুসাইন সাঈদ এ বিষয়ে ওই সেনা কর্মকর্তাদের সঙ্গে একমত পোষণ করেন। তিনি জানান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবমাননা সংবিধান অনুমোদন করে না।
পারভেজ মোশাররফের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা নিয়ে অবসরপ্রাপ্ত জেনারেলরাও সমালোচনা করেছেন।
১১ মের নির্বাচনে অংশ নিতে গত ২৩ মার্চ দেশে ফেরেন মোশাররফ। নির্বাচনে অংশ নিতে চারটি আসনে প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন।
তাঁর সব কটি মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ২০০৭ সালে বিচারকদের গৃহবন্দী করার ঘটনায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যা মামলায়ও তাঁকে আসামি করা হয়েছে। তিনি এখন উপকারাগার হিসেবে ব্যবহূত তাঁর বাসভবনে বন্দী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।