উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . . ভাইরে ঘুরার মজা কিচুটা টের পাইতাচি! বোনাপোল এসে যখন নামলাম তখন থেকেই বাতাসে ষড়যন্ত্রের গন্ধ শুনতে পাইতাচিলাম! ষোলকলা পূরুণ অইলু আমার ব্যাগের পকেট মারিঙ করিয়া মূলধনের ১/৩ নিয়া গেলু ! এহন আমার কাহিল অবসুতা! কলকাতা থাইক্যা দিল্লী যাইতে অইতাচে লোকাল খাড়া/ঝুলন্ত টেরেইনে কইরা! দিল্লী গিয়া মনে অয় লটকাই থাহন লাগবু। বাতাসে ঠান্ডা শীতল পরশ আর আমার হৃদয়ে অজানা আশংকার উত্তপ্ত বাতাস! কৈ যামু! -এহন কলকাতার মারকু্ইস স্ট্রিটের এক দোকান থাইক্যা ব্লগে কষ্ট বাক্য বর্ষণ করতাচি!! কেউ কিচু মনে করিয়েন না !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।