অ আ কথা শুনলে মনে হবে নারী পুরুষ বুঝি আসলেই সমানে সমান, এবং এই ঘটনার জের ধরে তাদের মাঝে সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। আসলে ঘটনা যেটা ঘটেছে, সেটা হলো পুরুষ নারীতে কোনো সমস্যা হয় নাই, পুরুষ তার হাতে প্রাপ্ত হাতিয়ারের যে অপব্যবহার করে, তার বিরূদ্ধেই প্রতিবাদ চলছে। আর আপনেরা আসছেন, সেইটারে মেরামত করতে, আসলে কোন জিনিশটা ডিফেন্ড করতে চান আপনে? সেই হাতিয়ার? পুরুষের শ্রেষ্ঠত্ব? কিসের ভিত্তিতে এই কাল্পনিক শ্রেষ্ঠত্ব? হাতিয়ারের গোড়া অল্রেডি নড়বড়ে, টের পান? আপনাদের পুতিগন্ধময় হাতিয়ারের যে বারোটা বাজতেছে, সেই ঘন্টা শোনেন না?? কেউ যদি সেক্স করে সেইটা নিয়া তো আপনে বা আমার নাক গলানির কিছু নাই। গ্রাম্য সালিশ বিচারের মাদবরের মতো এইসব নিয়া ডিক্রিজারির ফন্দি খুজতেছেন নাকি?? গ্রামে তরুণ তরুণী যদি প্রেমে পড়ে, ভালোবাসে, সেইখানে আপনাদের মতো কিছু বাম হাত ঢুকাইন্যা পাবলিক স্যি স্যি ঢি ঢি কইরা যে কপোত কপোতীর দিলের বারোটা বাজায়া দেয়, সেইটা কোন বিচারে ঠিক মনে করেন?? ইতিহাসের দোহাই দিবেন তো? সংস্কারের ধূয়া তুলবেন তো!! আজকের তরুণ প্রজন্ম কিন্তু ভালোই ঘাড়ত্যাড়া... প্রেম/হৃদয়/ভালোবাসা এইসব ধইরা টান দিলে খবর কইরা দিবে, পরকাল আর মৃত্যুভীতি দিয়া আতঙ্কিত রাখতে পারবেন না। খৈয়াল কৈরা... [স্টিকি পোস্টের ৩২ নাম্বার কমেন্টে 'বিভেদ' শব্দটার অযাচিত ব্যবহারের পরিপ্রেক্ষিতে এই পোস্টের অবতারনা...]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।