কারো জন্য ভাল কিছু করতে না পারলেও কমপক্ষে ক্ষতি করা থেকে তো বিরত থাকতে পারি আব্দুল খালেক তার ছাওয়ালেক স্কুলে ভর্তি কইরে খুব খুশি। ছাওয়াল খালি ঘুরে বেড়ায় আর ফুটানি করে। এইবার ছাওয়াল যদি পড়াশোনার চাপে একটু সাইজ হয়। শইল্যার চাস্টলে স্কুলের এক স্যারেক পায়া খুশি হয়্যা খালেক কচ্চে, মাস্টার সায়েব ছাওয়ালেক আবার স্কুলে ভর্তি কইরে দিল্যাম, কি কন ভালো হইলো নাকি? দিয়েন তো ইটু সাইজ কইরে। ভালো করিছ্যাও। হেসে জবাব দিলেন মাস্টার। জরিপানা এইব্যার ডাবল গুনব্যা। মানে? মানে আগে তো খালি ফুটানির জন্ন্যি হাত খরচ দিত্যা, এহন স্কুলের খরচও দিব্যা আবার ফুটানির জন্ন্যি হাত খরচও দিব্যা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।