ভারতের আধ্যাত্মিক গুরু সত্য সাঁই বাবার ব্যক্তিগত বৈঠকখানা থেকে প্রায় ১২ কোটি রুপি, ৯৮ কেজি স্বর্ণ ও ৩০৭ কেজি রূপা উদ্ধার করা হয়েছে। পুত্তাপার্থিতে প্রশান্ত নিলয়ামে সাঁই বাবার আশ্রমে এত বিপুল পরিমাণ টাকা গুণতে ১২ জন ব্যক্তির ৩৬ ঘণ্টা সময় লেগেছে বলে এনডিটিভি জানায়।
লাখ লাখ মানুষের আধ্যাত্মিক ও ধর্মীয় গুরু সাঁই বাবা গত ২৪ এপ্রিল মারা যান। ২৭ এপ্রিল রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। খবর ইউএনবি/এপির।
মার্চের শেষদিকে সাঁই বাবা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় থেকে তার ব্যক্তিগত বৈঠকখানাটি তালাবদ্ধ অবস্থায় ছিল।
১৬ জুন সন্ধ্যায় সাঁই বাবার বৈঠকখানাটি ট্রাস্টের সদস্য এবং তার ব্যক্তিগত সহকারী সত্যজিতের উপস্থিতিতে খোলা হয়। এ সময় অবসরপ্রাপ্ত দুই জ্যেষ্ঠ বিচারকও উপস্থিত ছিলেন।
সাঁই বাবার নাতি আর জে রত্নাকর উপস্থিত সাংবাদিকদের জানান, আশ্রমে যে অর্থ পাওয়া গেছে তা ট্রাস্টের অ্যাকাউন্টে ডিপোজিট করে রাখা হবে।
সনাতনদের (হিন্দু) মধ্যে লাশ দাহ করার নিয়ম থাকলেও সাঁই বাবাকে সমাহিত করা হয়েছে।
সনাতন ধর্মে পবিত্র ধর্মগুরুদের সমাহিত করার বিধান প্রচলিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।