আমাদের কথা খুঁজে নিন

   

নারী নির্যাতনের জন্য অনেকাংশে নারীই দায়ী

আমি সরল মানুষ নারী অধিকার নিয়ে সবসময় সরগরম এই সময়ের সবাই। তবে আমি যেটা মনে করি, নারীদের এই পশ্চাদপদতার জন্য অনেকাংশে না, বেশ প্রবল একটা দায় আছে নারীরই। একজন নারীই অন্য নারীকে সহ্য করতে পারে না, সমব্যথি ভাবতে পারে না! তবে সব নারীরাই এই দলে নয়, তবে, নারীদের বর্তমান অবস্থার বড় একটা অংশের জন্য দায়ী নারী। একজন নারীই তার অবস্থান বজায় রাখার জন্য অন্য নারীকে দমিয়ে রাখার চেষ্টা করে, ফলে নারীর প্ররোচনার আশেপাশের পুরুষও যুক্ত হয়, সেই মিছিলে... আমাদের দেশেও নারী নির্যাতনের কারন উৎঘাটন করলে দেখা যাবে বেশি ভাগের পেছনেই রয়েছে অন্য নারীর প্ররোচনা। নারীরা আপনারা কবে নিজের পায়ে কুড়াল মারা বন্ধ করবেন? নিজেও নারী হয়ে অন্য নারীকে হেনস্থা করাতো নিজেকেই ছোট ও অসহায় করা নয়কি??? (কেউ কষ্ট পেলে স্যরি........এখানে ঐসব নারী বোঝাতে সকল নারীকে বুঝাইনি!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.