আমাদের কথা খুঁজে নিন

   

অমুসলিম প্রতিবেশীর সাথে সদাচরণ

আমি আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই এবং আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু নিতে চাই।

"বিসমিল্লাহির রহমানির রহিম। " আমাদের মধ্যে অনেকেই প্রতিবেশী অভাবগ্রস্ত হলেও দীনদার নয় তাই তারা তাদের সাহায্য-সহযোগীতা করতে আপত্তি করে। ইসলামী শরীয়আতে এটা মোটেও ঠিক নয়। কারন প্রতিবেশী দীনদার না হলে আল্লাহর কাছে তাকে জবাবদিহী করতে হবে।

কেননা কাকে কখন আল্লাহ হেদায়াত দান করে তা বলা মুমকিল। যে প্রতিবেশীকে আপনি ভালো চোখে দেখছেন না, অচীরেই হয়তোবা সে তওবা করে আল্লাহর নিকট আপনার থেকে প্রিয় বান্দা বলে গণ্য হতে পারে। অথবা তার এমন একটি ভাল কাজ গোপন থাকতে পারে যেটা তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। বিধায় সকল প্রতিবেশীর প্রতি সদাচরন করা কর্তব্য । এমনকি ইয়াহুদি বা অমুসলিম প্রতিবেশীর প্রতিও সদাচরন করতে হবে।

কারন এতে করে সে ঈমান আনতে পারে। তাইতো আবদুল্লাহ বিন আমর (রাঃ) অমুসলিম প্রতিবেশীর প্রতি গুরুত্ব দিতেন। মুজাহিদ হতে বর্ণিত;" তিনি বলেনঃ আমি আবদুল্লাহ বিন আমর (রাঃ) এর নিকট ছিলাম। তখন তাঁর গোলাম ছাগলের চামড়া ছড়াচ্ছিল। তিনি বললেনঃ হে বালক! অবসর হয়েই তুমি প্রথমে আমাদের ইয়াহুদী প্রতিবেশীকে গোশত দিবে।

এক ব্যক্তি বললঃ ইয়াহুদীকে?আল্লাহ আপনাকে সংশোধন করুণ। তিনি বললেনঃ আমি নাবী (সঃ) কে প্রতিবেশী সম্পর্কে উপদেশ দিতে শুনেছি। এমনকি আমাদের আশাঙ্কা হলো বা আমাদের নিকট প্রতীয়মান হলো যে, তিনি অচীরেই প্রতিবেশীকে আমাদের ওয়ারিস বানিয়ে দিবেন। " বুখারী আদাবুল মুফরাদ। ইরওয়াউল গালীল-৮৯১ ।

প্রতিবেশী কোন ধর্মের , প্রতিবেশীর হক্ক আদায়ের জন্য এটা কোন প্রশ্ন হতে পারে না। আমরা যেন আমাদের প্রতিবেশীর হক্ক সঠিকভাবে আদায় করতে পারি, মহার রবের নিকট এই প্রার্থনায় শেষ করছি। আল্লাহ হাফিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.