আমাদের কথা খুঁজে নিন

   

অমুসলিম (সংখ্যালঘু) বন্ধুদের প্রতি

বিক্ষিপ্ত ভাবনা বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশের রাজনীতিতে জামাত এবং সংখ্যালঘু সম্প্রদায় অনেকটা তুরুপের তাসের মত। বিস্তারিত ব্যাখ্যা করা হলোনা প্রাসংগিক কারণে। এই পোস্টের উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘু ভাইদের সতর্ক করা। বাংলাদেশ অনেকটাই সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে, যা আমাদের মোটেও কাম্য ছিলনা।

কিন্তু ভোটের রাজনীতির ঘুটির চালে তা হচ্ছে। শাহবাগের রাজনৈতিক বিশ্লেষনে আমি আওয়ামীলীগকে সতর্ক করেছিলাম যে এ নিয়ে তারা বিপদে পড়বে, বাস্তবে ঘটেছেও তাই। শাহবাগ এখন না ঘরকা না ঘাটকা। আমার অনেক সুধিজন এতে মনক্ষুন্ন হয়েছিল। মনে রাখবেন রাজনীতির মূল বিষয় হচ্ছে পাবলিক পারসেপশান।

অন্যপোস্টে পরে শাহবাগ নিয়ে লিখব, আজ বিষয় সংখ্যালঘু। বাংলাদেশের রাজনীতিতে যেহেতু সংখ্যালঘু একটি তুরুপের তাস, তাই সময় অসময় এটা ব্যবহার হয়। কখনও কেউ ভোটে হেরে গিয়ে সংখ্যালগুদের উপর রাগ ঝাড়ে, আবার কখনও পতিপক্ষকে বেকাদায় ফেলতে। গত কয়েকদিনে কিছু সংখ্যলগুদের টেম্পলে বা ঘর বাড়ীতে হামলার পর ফেবুতে এত বেশী পোস্টে এর পক্ষে বিপক্ষে প্রচারনায় আমি নিজেই কিছুটা কনফিউজড হয়ে গেছি। তাই আপনাদেরকে বলছি নিজের নিরাপত্তা নিয়ে নিজে কিছুটা ভাবুন।

নিজেদের স্হান সমূহ পাহারার ব্যবস্হা করুন। আমি বিশ্বাস করি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ। তার পরও ঐ যে বললাম তুরুপের তাস। গ্রামে অনেক সময় শত্রুকে ঘায়েল করতে নিজ ঘরে আগুন দিয়ে শত্রুর নামে মামলা দায়ের করে। যেমন হয় সত্যিকারের হামলা, তেমনি নিজের ঘরে ইচ্ছাকৃত আগুন।

এর দ্বারা বলতে চাচ্ছি রাজনীতির আপন লোকও (যারা সত্যিকার অর্থে শুভাকাংখি) এ সময়ে এ ঘটনা ঘটাতে পারে, যেমন পারে এক্সট্রিমিস্টরা। তাই বলছি নিজের নিরাপত্তা নিয়ে ভাবুন। মনে রাখবেন রাজনীতির খেলায় কেউই আপন নয়। বিশেষ করে, বর্তমানের এই ক্রাইসিস মুহুর্তে। সরকার বর্তমান ক্রাইসিস মোকাবিলার কোন ভাল মাধ্যম পাচ্ছেনা, আমি মনে প্রানে চাই বাংলাদেশ অতি সত্ত্বর বর্তমান ক্রাইসিস থেকে বের হয়ে আসুক, কিন্তু তার মাধ্যম যেন আমার সংখ্যালঘু ভাইয়েরা না হয়।

(পোষ্টটি সম্পূর্ন অরাজনৈতিক বিবেচনায় লিখা)। বিশ্বজৎদের সত্যিকারের সুহৃদ কেউ নেই। আছে রাজনীতির দাবার সুহৃদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.