আমাদের কথা খুঁজে নিন

   

মুসলমানদের ঈদ উপলক্ষ্যে অমুসলিম আয়োজন !!



মহান আল্লাহ্‌পাক পুরো রমযান মাসে রোযা রাখার উপহার স্বরূপ দান করেন ঈদ-উল-ফিত্‌র। এই দিনের জন্য আমাদের চলে নানান আয়োজন। শপিং এ যাই, কাপড়-চোপর কিনি, ঘর গোছানো, নতুন আসবাবপত্র কেনা সহ আরো কত কী !! ঈদ উপলক্ষ্যে ঈদের পোষাক কেনা বড়-ছোট সবার জন্যই আনন্দদায়ক। আর এ উপলক্ষ্যে বাজারে আসে নতুন পোষাক। নামী-দামী ফ্যাশন হাউজগুলো ঈদ উপলক্ষ্যে যে নতুন আয়োজন বাজারে আনে, তার প্রচারে শুরু হয় মাসব্যাপী "ফ্যাশন শো"।

তবে বেশ ক'বছর ধরেই দেখা যাচ্ছে ফ্যাশন শো'তে পরিধেয় নারীদের পোষাকগুলো এবং পোষাক পরিধানের তর-তারিকা খুবই অসমীচীন ! শাড়ি ঠিকই পরে কিন্তু শরীরে শাড়ির পরিমান থাকে কম, প্রায়শঃ ব্লাউজ চোখে পড়ে না ! বাঙ্গালী পোষাক ছাড়াও ভারত-অনুপ্রাণিত বিভিন্ন ধরণের পোষাক প্রচার করা হয় যা আমরা সাধারণ মানুষ পরি না। তাহলে এভাবে কেন ফ্যাশন করা ?? শুধু কি শরীর প্রদর্শনই এখানে মূখ্য ? একদল নোংরা ব্যবসায়ীর নোংরা ব্যবসা নয় এগুলো ?? অনেকেই হয়ত ভাবতে পারেন আমি হুজুর টাইপ মানুষ বই আর কেউ নই। আমি আসলে তেমন মুসল্লি না, কিন্তু আমি আমার ধর্মকে আর আমার দেশের সংস্কৃতিকে অনেক ভালোবাসি। আমি কিন্তু ক্ষ্যাত নই, আমিও আধুনিক। তবে নোংরামিটা একদম পছন্দ করি না, বিশেষত আজকালকার নারী মুক্তির নামে যে নারী অবমাননা করা হয়, সেটির ঘোর-বিরোধী আমি।

তাই ঈদকে পুঁজি করে এখন যা চলছে, তা সকলের চোখে আঙ্গুল তুলে দেখাতে চাইছি। পূণ্যের এ মাসটাতেও কেন এসব থামে না ? এসব অনুষ্ঠানগুলো বাবা-মা নিয়ে দেখার অবকাশ তো নেই-ই, নিজে একা একা দেখলেও নিজের মধ্যে খারাপ অনুভূতি জন্মায় এই ভেবে যে হায় ! কোথায় গেছে স্বদেশ, কোথায় গেছে ধর্ম !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.