আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিতে

বৃষ্টি দেখি লোকালয়ে, 'বৃষ্টি এক বহুমুখী ক্রিয়া' মেঘের ঝালর ছিঁড়ে নেমে আসে প্রণমিত হিয়া আরো বৃষ্টি, আরো বৃষ্টি,মেঘ-মেঘে লাল 'সারাদিন ধরে বৃষ্টি, ধোঁয়া বৃষ্টিজাল।' বৃষ্টিতে আপ্লুত হয়, দ্রব ও আর্দ্র হয় মাটি ও হৃদয় বৃষ্টিতে প্লাবিত হয় দ্বিধান্বিত প্রেমিকার ভয় কুমারী জৌলুসে জ্বলে, থাকে না অজ্ঞেয় আর্দ্রতায় ভিজে গিয়ে চুপিচুপি যেয়ো বৃষ্টি ধুয়ে দেবে নরম পালকে মোড়া প্রাণ ঝলকে চমকে যাবে অফুরন্ত ফকিরের গান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।