আমি মানুষ, শুধু নারী নই,এই বোধ জাগাতে চাই সব নারীর ভেতরে।
আজকাল বৃষ্টি হলেই
তোমার কথা মনে পড়ে
বৃষ্টিকে এভাবে অনুভবে
মাটির সোঁদাগন্ধ গায়ে
জড়িয়ে যেন সেই বাশঁঝাড়
লতাগুল্মের হেসে ওঠা।
আজকাল বৃষ্টি হলেই
তোমার গায়ের মাতাল গন্ধ
বড় বেশী ছুঁয়ে যায়
ঝিরিঝিরি বাতাসে
কদমফুলের মাতামাতি
আর শাপলার চারপাশ।
আকাশ মেঘলা হলেই
এযৈ কার্নিশে একজোড়া
পায়রার ভালবাসাবাসি
জানান দেয় তুমি আছ
কোথাও- কাছে কিংবা দূরে
সময়ের অন্তরালে
একদম নিশ্চিত।
বৃষ্টি আজকাল মাঝে মাঝে
জানান দেয় তার স্বগর্ব উপস্থিতি
কিন্তু রিমঝিমের বুকে
আর স্নিগ্ধতা ফোটে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।