গথ বাধা নিয়ম চাই না, চাই পরিবর্তন, আমূল পরিবর্তন... আমরা ভদ্র পোলাপান
তাই অভদ্রতা করি না।
আমরা নম্র পোলাপান
তাই রূঢ় আচরণ করি না।
আমরা ভাল পোলাপান
তাই কেউ খারাপ বলে না।
আমরা আধুনিক পোলাপান
তাই ধুমপান করি না।
আমরা স্মার্ট পোলাপান
তাই স্টাইল করি না।
আমরা শিক্ষিত্ পোলাপান
তাই প্রেম করি না।
আমরা আত্মসম্মানবোধ সম্পন্ন পোলাপান
তাই মেয়েদের ফলো করি না।
আমরা খাঁটি পোলাপান
তাই মেয়েরা পিছ্ ছাড়ে না।
আমরা চালাক পোলাপান
তাই ছলনাময়ীদের বিশ্বাস করি না।
আমরা তরুণ পোলাপান
তাই সিংহরে সিংহ ভাবি না।
আমরা সাহসী পোলাপান
তাই কাউরে ভয় পাই না।
আমরা ধার্মিক পোলাপান
তাই নামাজ ছাড়ি না।
আমরা সফল পোলাপান
তাই বিফল হই না।
আমরা তেজী পোলাপান
তাই হার মানি না।
আমরা জ্ঞানী পোলাপান
তাই খ্যাতি লাগে না।
আমরা গুণী পোলাপান
তাই সমাদর চাই না।
আমরা নাই পোলাপান
তাই দেশ বাচে না।
আমরা দেশী পোলাপান
তাই দেশ ছাড়ি না।
আমরাই শ্রেষ্ঠ পোলাপান
তাই এ জাতি আমাদের ভুলে না।
-আদনান তায়্যিব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।