salehin.arshady@gmail.com দক্ষিন-পূর্ব বাংলার ছোট্ট একটা পাহাড়ী কসবা। বাংলাদেশের আর ১০টা গ্রামের হাটের মতই বাজারে হাতে গোনা ১০টি দোকান ঘর। তার মধ্যে ৩টি ই ঔষধের, আর ৩টি সেলুন। এখানকার ছেলেপুলেরা বোধ হয় ঘন ঘন চুল দাড়ি কাটে। এই মুহুর্তে কারেন্ট চলে গেছে।
খেলার কারনে এতক্ষন দোকান গুলো জমজমাট ছিল। এখন এক এক করে ঝাঁপি ফেলে দিচ্ছে। আবহাওয়া টা খুবই চমত্কার। ঠান্ডা ঠান্ডা মৃদু বাতাসে শরীর জুড়িয়ে যাচ্ছে। পিচ ঢালা পাহাড়ী রাস্তায় উদ্দেশ্যহীন ভাবে হেঁটে চলেছি।
আজকে পূর্নিমা না। তবুও চাঁদের আলোয় রাস্তার দুপাশের বিস্তীর্ণ তামাক ক্ষেত গুলো রেডিয়ামের মত জ্বলছে। কালভার্টের রেলিং এ বসে আয়েশ করে একটা বেনসন ধরালাম। প্রথমেই একটা লম্বা টান। নিকোটিন ঢুকে যাচ্ছে এলভিওলাই গুলোতে।
পাক খেতে খেতে মিশে যাচ্ছে রক্তের সাথে। ধমনি দিয়ে ছড়িয়ে পরছে কোষ থেকে কোষে। চোখ বন্ধ করে আমেজ টাকে অনুভব করছি। সবকিছু ভুলে যাচ্ছি....সবাইকে ভুলে যাচ্ছি | ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।