আমাদের কথা খুঁজে নিন

   

মুহুর্ত ভালোবাসার........

+ নিজের ব্যাপারে তেমন কিছুই বলার নাই কারন আমি তেমন স্পেশাল বা বিখ্যাত বা কুখ্যাত নই। তবুও কিছু বলার চেষ্টা করি। বাংলাদেশের একজন সাধারণ মানুষ এইটাই আমার পরিচয়। স্বপ্ন অনেক দেখি আমি, তবে বাস্তবতা শুণ্য।আর এই শুণ্য থেকেই কিছু করতে চেষ্টা করি। +বর্ষায় যদি

-কি এনেছো আজ?
-কিছু আনার কথা ছিল?
-আজ কত তারিখ মনে আছে তোমার?
পকেটে হাত দিয়ে মোবাইলটা বের
করলাম, যা শালা মোবাইলের চার্জ নাই,
মোবাইলটা হাল্কা হাল্কা লাগছে কাহিন
জন্য মোবাইলের পিছনের কভার খুল্লাম|
দাতে কামড় দিয়ে বললাম
- ধুর শালা ব্যাটারীটাও লাগাই নাই
পাশ থেকে অথৈ বলে উঠলো
-কি বললা???
ক্ষনিকের জন্য ভুলে গেছিলাম
অথৈ পাশে বসা | প্রসংগ পাল্টানোর
জন্য
বলে ফেললাম
-আরে মনে থাকবেনা? এটা কি ভুলবার
মতো বিষয়, হেহেহে
আমার এমন অদ্ভূত
হাসি শুনে অথৈ আরো সিউর
হলো যে সত্যি আমার মনে নেই |
আমি তখনো দাত কেলিয়ে হেসেই
যাচ্ছি |
হাসির সাউন্ড এতো বেশি আর উদ্ভট
হলো যে একজন পথচারী জিজ্ঞেস
করে বসলো অথৈ কে
-ভাইজানের কি বেরাম (রোগ) আছে?
অথৈ ও সাবলীলভাবে বললো
-কিঞ্চিৎ আছে, গত সপ্তাহে পাগল
খানা থেকে ছাড়া পাইছে ...
লোকটা ভুরু কুঁচকে চলে গেল হয়ত সদ্য
বের
হওয়া পাগলের হাত থেকে বাচার জন্য,
বলাতো যায়না সদ্য বের হওয়া পাগল
যদি উঠে গিয়ে কামড় দেয়
আমি লোকটার চলে যাওয়া দেখছিলাম,
লোকটা ঘুরে ঘুরে আমার
দিকে তাকাচ্ছে | যতবার
তাকাচ্ছে ততবারই আমি ২ পাটি দাত
বের
করে হাসি মারলাম, বুঝালাম
যে ঘটনা সত্যি | আর বুঝলাম বেটা এবার
সিউর হয়ে গেছে আমি সত্যি পাগল..
হঠাৎ চোখটা অথৈর চোখে পড়ল,
ঘাবড়ে গেলাম | ওইত্তেরি যে চোখ যুগল
দেখে বলতাম মায়াবীনি হরিণীর চোখ
কেন জানি মুখ ফসকে বেড়িয়ে গেল
-এগুলো চোখ না গ্যাসের জলন্ত চুলা
-কি বললে তুমি
-ইশ! সরি কি বলছি, ভুলে বলছি অথৈ,
তুমিও ভুলে যাও
- শুভ্র তুমি এই মুহুর্তে আমার
সামনে থেকে বিদেয় হও, আর এই
প্যাকটা নিয়ে যাও
-কি আছে এতে? আর
তুমি এখানে বসে থাকবে?
-হ্যাঁ থাকবো, আর কি আছে সেটা বাসায়
নিয়ে গিয়ে খুলে দেখ,যাও
-ঠিক আছে যাই তাহলে
-যাও
বলে অথৈ মুখ ফিরিয়ে নিল আমার থেকে
-তোমার গিফটটা নিবেনা?
আবার ফিরে তাকালো অথৈ
আমি একটা হাসি দিয়ে অথৈ এর
হাতে সাদা, কালো, লাল রঙ্গের
গোলাপ ফুলের তোড়া তুলে দিলাম |
অথৈ এর
মুখে আলতো হাসি ফুটে উঠলো,
- অথৈ এদিকে তাকাও
বলে আমি শার্টটা খুলে ফেল্লাম
শার্টের নিচে পড়ে থাকা টি-শার্ট
টা দেখিয়ে বললাম,
-কি লেখা এতে পড়
অথৈ জোরেই পড়লো
" আজ এমন একদিন যে দিন আমি আমার
হাসিকে খুজে পেয়েছিলাম , আমার
সাদাকালো জগত টাতে রঙ্গিন
রংধনুটাকে এইদিন ই পেয়েছিলাম
হয়েছিলাম ভাগ্যবানদের একজন,
কি করে আমি এই দিনটাকে
ভুলবো অথৈ? তুমি বলো??
খুব ভালবাসে তোমায় তোমর শুভ্র,
তুমি বাসো তাকে? ?"
অথৈ হ্যাঁ সূচক
মাথা নাড়তে নাড়তে কেদে দিল
আমি কি করবো বুঝতেছিলাম না,
গিয়ে পাশে বসলাম অথৈ এর|
অথৈ ওর মাথাটা আমার
কাধেঁ ঢেকিয়ে কেঁদেই যাচ্ছে |
আমি অস্ত যাওয়া সূর্যের আলোয় একবার
অথৈর দিকে তাকালাম, অসম্ভব
রূপবতী লাগছে অথৈকে, চোখের অশ্রু
গুলো জ্বল জ্বল করছে সূর্যের কিরণে|
হাত
দিয়ে মুছে দিতে ইচ্ছে করছে চোখের
পানি...
আচ্ছা কে বেশি ভালবাসে?
আমি ওকে না ও
আমাকে! !!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।