আমাদের কথা খুঁজে নিন

   

স্ট্যাটাসের কাছে চ্যাটের চিঠি (রম্য)

আমার ভিতরে আমি স্বতন্ত্র জীবন যাপন করি। প্রিয় স্ট্যাটাস, কেমন আছিস? কতদিন তার লগে দেখা হয় না তার কোন ঠিক নাই। মনে পড়ে লাষ্ট দেখা হইছিল আব্বার (জুকারবার্গ) টেবিলের উপরে। কত কথা বলছিলাম সেদিন। আমাদের আব্বা আমাদেরকে বানাইয়্যা বলছে তোর দুজন এক লগে এক ঘরে (পেজে) থাকবি।

ঝগড়া করবিনা। মিলেমিশে থাকার কথা বইল্যা আমারে রাখছে ঘরের নিচে আর তোরে রাখছে একবারে উপরে। মাঝে মাঝে তোর লাইগ্যা মনডা খুবপুড়ে। সে যাই হোক তোরে দুঃখের কথা কই। আমারেতো মানুষ ভাজা ভাজা কইরা খাইয়্যা ফালাইতাছে।

একলগে আমারে দিয়া ১৫-২০ জনের লগে গেজায়। কত রকমের কথারে ভাই। মাঝে মাঝে মুন চায় মইরা যাই। শরীর আর সয়না। একদিন আমার ওস্তাদ আমারে অন রাইখ্যা কই জানি গেসল,ভাবলাম যাই আরাম কইরা শাকিব খানের একটা সিনেমা দেখুম।

কিন্তু কিয়ের কি ওই পাশ থেইক্যা মানুষগুলা আমারে জালাইয়্যা ফেলতাছে। রাগে আমার গোল সবুজ বাত্তির অর্ধেক খাইয়্যা ফেললাম। তবুও শান্তি হয়না। তুই ভাই বহুত আরামে আছস। তোরতে মানুষ আজাইরা ব্যবহার করে না ।

আর তোর জন্যতো কমেন্ট আছে, তোরে সঙ্গ দেয়। আমার আশে পাশে আব্বা কাউরে দেয় নাই। আমি বড় একলারে। আমার ওস্তাদের বন্ধু গুলান খুব খারাপ খালি গালি গালাজ করে। কি সব গালিরে ভাই।

আমার ওস্তাদের একটা বান্ধবী আছে তারে আমার ভাল লাগে। মাইয়্যাডা খারাপ কথা লিখেনা। তয় ওস্তাদ কিন্তু অন্য অনেক মাইয়্যার লগে টাংকি মারে। একটা মাইয়্যার লগে যে কিসব কথা বলে মাঝে মাঝে আমি লজ্জা নিজে নিজে বন্ধ হইয়্যা যাই। কিসব ১৮+ কথাবার্তা।

মরার উপর খাড়ার গা এর মত আব্বা আবার গ্রুপ চ্যাট অপশন আনছে। এত চাপ সহ্য হয় বল?আর গ্রুপ চ্যাটে পোলাপাইন খালি হাবিজাবি কথা বলে। কারও কথা কেউ শুনেনা। ৩য় মাত্রার মত । আর পোলাপাইনগুলা হারা রাইত না ঘুমাইয়্যা টাংকি মারে আমারে ইউজ কইরা।

তারা বাইর হইলে যে একটু আরাম করুম সে উপায়ও নাই। মোবাইলে ই-বাডি,মিগ৩৩ দিয়া আমারে গুতায়। ই-বাডি হালারে কাছে পাইলে দেইখ্যা লইতাম। বহুত কষ্টরে। কারো লগে যে কথা কমু সে উপায়ও নাই।

তা কমেন্টের লগে তোর প্রেম কেমুন চলে,লাইক এখনো তোর লগে টাংকি মারে?শুনলাম কমেন্টরে নিয়া নাকি ফটো বাড়াবাড়ি করতাছে। বেশ বাড়াবাড়ি করলে আমারে কইস? হাইডের লগে আমার ভাল পরিচয় আছে। এক্কেরে হাইড কইরা দিব। তোরতো নতুন বন্ধু জুটছে কিছুদিন আগে। কোয়েশ্চেন।

ব্যাটার চরিত্র আমার ভাল লাগে না। আজব আজব প্রশ্ন করে। হুন তোরে একটা কথা কই ট্যাগ পোলাটার লগে ঘুরবিনা। পোলাডা খুব খারাপ, খালি এদিক ওদিক ঘুরাঘুরি করে। কাম কাজ নাই।

মাইয়্যা দেখলে যাইয়্যা প্রোফাইলে বইস্যা থাকে। এসব ছেলের থেইক্যা ১০০ হাত দূরে থাকবি। আজকে আর পারুম না। আমার ওস্তাদ আইতাছে। নোটিফিকেশন ভাইরে আমার সালাম দিস।

শালা না থাকলে বিটিভির সংবাদ দেখতে হইতো। শালা একাই সব খবর দিয়া দেয়। টপ রিসেন্ট ভাইরেও কইস সে যে ব্রেকিং নিউজ দেয় আমি তার ভক্ত। আর একটা কথা আব্বার লগে দেখা হইলে আমার আশে পাশে কাউরে দিতে কইস। খুব একলা লাগে।

মেয়ে হইলে ভাল হয়। ভাল থাকিস। ইতি তোর দিলের চ্যাট বিঃদ্রঃ শাকিব আর শাবনুরের নতুন সিনেমা আইলে আমারে জানাইস। কতদিন শাবনুর আফারে দেহিনা। একলগে দেখুমনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.