আমাদের কথা খুঁজে নিন

   

হাজার লাইকযুক্ত স্ট্যাটাসের প্রস্তুতি!

আমি স্মার্ট বালক। আমি স্ট্যাটাস খুব যত্ন নিয়ে লিখি। একটি হাজার লাইকওয়ালা স্ট্যাটাসের পূর্বপ্রস্তুতি নিয়ে বলতে গেলে আমাকে বলতে হয় একদম শুরু থেকে। প্রথমে আমি যেটা করি একটা বিষয় নির্বাচন করি। সেটা অবশ্যই সাম্প্রতিক আলোচ্য কোনো বিষয়।

এরপর কিবোর্ডের আয়ুর দিকে খেয়াল রেখে দ্রুত লেখা শুরু করি। লেখার সময় আমার ঘরের পরিবেশ রাখি কুল। লেখা শেষ হলে যেটা করি, একবার চেক করি। বোঝেন তো আর যাই হোক এটা তো একটা স্ট্যাটাস সাহিত্য।

উহু! তখনই স্ট্যাটাস আপডেট করে দিই না।

প্রত্যেক জিনিসের একটা সময় আছে। অনেকে বলেন শীতকালে বিবাহ করতে হয়। তেমনি স্ট্যাটাস দিতে হয় টাইম দেখে। এক্ষেত্রে আমি যেটা করি অনলাইনে মানুষের হার চেক করি। মানুষ বেশি থাকলেই পোস্ট করে দিই না।

সামান্য কটা লাইকের জন্য আমি পোস্ট করে দেব নাকি? স্ট্যাটাস দিলেই তো হবে না। স্ট্যাটাসের ভূত-ভবিষ্যৎ চিন্তা করতে হবে। অতএব, স্ট্যাটাসটি আদৌ সফল হবে কিনা তা নিয়েও ভাবতে হবে। স্ট্যাটাসের লাইক কত হবে, কিংবা কমেন্টস কত হবে অথবা শেয়ার কতবার হবে এসব আন্দাজ করতে হয়। কখনো কখনো আশপাশে কেউ থাকলে তার সঙ্গে বাজিও হয়ে যেতে পারে।

একবার বাজিতে হেরে গিয়ে খুব কষ্ট পেয়েছিলাম। মনে পড়ে কেবল ভুল বিষয় নির্বাচনের কারণে সেবার স্ট্যাটাসটি ফ্লপ খেয়েছিল। আর হ্যাঁ স্ট্যাটাস শেয়ারে পোস্ট বাটনটা চাপার সময় আমি মাউস বাঁহাত দিয়ে চাপি। কিছু বিচিত্র নিয়ম মানতে হয়। আপনারা হয়তো জেনে থাকবেন শচীনও আমার মতো সব সময় বাঁ পায়ে প্রথম প্যাড পরেন।

যা হয় আর কি! তো যেটা বলছিলাম পোস্ট বাটনে চাপ দিয়ে স্ট্যাটাস পোস্টের পর ১, ২, ৩, ৪ ... গুনতে থাকি, লাইক!

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.