আমাদের কথা খুঁজে নিন

   

আমার বোনের ফেসবুক (সমাধান চাই)

গত বছর আমার বোনকে ফেসবুক এ একাউন্ট খুলে দেই। পাসওয়ারড আমি জানতাম (আমার বোন জানে), তাই কোন ঝামেলা হলে (মানে কেউ যদি বিরক্ত করে বা উলটা পালটা মেসেজ বা অন্য কিছু) আমি ব্লক করা বা যা লাগে করতাম। কিন্তু এখন ঝামেলা হল এক ছেলেকে নিয়ে। এই ছেলে আমার বোনের সাথে পড়ে। ফেসবুকে অনেক বিরক্ত করে কারণ ক্লাসে টিচার থাকে কিছু বলতে বা করতে পারে না। এখন আমি বুঝতে পারছি না যে কি করব, কি করা উচিত হবে। ব্লক করলে তো বুঝে যাবে, তারপরে হয়ত আরো উলটা পালটা কিছু করবে! আমি চাচ্ছি আপনারা আমাকে কোন উপায় বলেন। আমার মনে হয় report করে ওর account টা disable করতে পারলে খুব ই ভাল হত। তার পরও যদি ও আরেক টা account খুলে, তাহলে আমার বোন request নিবে না অথবা বলবে যে "ফেসবুকে বসা হয় না" এটা যদি ভাল না লাগে তাহলে কোন idea দেন। এই খানে report করুন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।