ভাইয়ারা, আমি সদ্য প্রকাশিত ডি.ইউ. এর এমবিএ (ইভনিং) তে চান্স পেয়েছি। এখন সাবজেক্ট চয়েজ দেবার সময় আমি ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ( কিছু না জেনেই) ফাস্ট চয়েজ দিয়েছিলাম। এখন ফাইন্যান্স নিয়ে পড়তে চাচ্ছি। আমার সিরিয়াল এসেছে ৬০ এর ঘরে। আমি কি মাইগ্রেশন করতে পারবো (ব্যাংকিং ১ম চয়েজ ছিলো, এইটাই পেয়েছি, এখন ফিন্যান্স পড়তে চাই)?? আর মাইগ্রেশন করতে পারলে ফাইনান্স পাবার পসিবিলিটি কেমন ?? আর ভর্তি হতে নূন্যতম (সবচেয়ে কম কোর্স নিলে) কত টাকা খরচ করতে হবে ?? আগাম ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।