আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ বিক্রি

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

ইনভয়েস ছাড়া এই মাত্র বিক্রি হলো আরেকটি মগজ, নিলামে উঠেছে ডাক্তার, ব্যারিস্টার বা ইঞ্জিনিয়ার পাস করে দিতে রাজউকের বাড়ি বসে আছে মাঝারি দামে সেক্রেটারী বিক্রি হবে ক্যাশে, মদ বা মাংসের দামে ডজন জজন নেতা মঞ্চে সাজানো, বুদ্ধিজীবিরা কেজির ওজনে বেচে দিচ্ছে মাথা নিলামে উঠেছে লক্ষ লক্ষ মাথা, ভাতের বদলে বেচে দেয়া লোকগুলো ছাড়া, স্যুট পরে প্রাইসট্যাগে ঝুলে আছে সাবএডিটর, মালিক, ব্যবসায়ী, পাতি মওলানা এবং তার চৌদ্দ বংশধর পড়তি দামে যত খুশী কিনে নেয়া যায় এসব মানুষ ট্রেড ইউনিয়নের নেতা কিনে নিলে শ্রমিকেরা ফ্রী, দারোগা কিনে নিলে মুফতে মিলবে পুলিশের চিরুনী তা ছাড়া অভিজাত দোকানে সাজানো মানুষের ঠোঁট, চুল এবং ফর্সা শরীর, জ্বালানীর খরচ কমাতে মিটার রিডার কিনে নিলে, অথবা বিদেশী কল করতে লাইনম্যান, প্লেনের খরচে কবি, পুরষ্কারের ঘুষে ব্যাঙ্কার বা তরুণ লিখিয়ে, ট্যাক্স ছাড়া কিনে নেয়া যায় চাটুকার এবং চাটুকারদের পা আশাবাদীরা বলছে, মানুষ বিক্রয়যোগ্য নয় সবই সাময়িক, সভ্যতায় উঠে যাবে মানুষের দোকান যদিও অবিক্রিত থাকা অনেক শ্রদ্ধাবান অসময়ে পঁচনের আগে আগে নিজেদের ছেড়ে দেয় যে দাম পাওয়া যায় তাতেই --- ড্রাফট ১.০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.