সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে গোলাবী স্তন জ্যোৎস্না শরাব আলো আধারীতে নৃত্য করে ভাঙ্গো অপ্সরী।বেজায় অসুখী সময় তুমি দ্বিধা হও।দহনদুপুরে পুড়ে লোহিত রঙিন অরণ্যসুন্দর স্বপ্নের পোষা পাখি।কী কথা কহ তুমি প্রাণের সহেলী?কী গান গাও? অবচেতন মাতালের মন আকাশ আগুন। ঝড়ের মাতম বজ্র নিনাদ চাই সেই সুর প্রতি কণায় প্রতি কোষে জ্বলে জ্বলজ্বল আগুণের ফুল যতদূর পার ভাঙ্গো ভেঙ্গে ভেঙ্গে হও গঙ্গাসাগর। অন্ধকার হাতরে হাতরে আরো অন্ধকারে ডাকিনী চিৎকারে টেনে নিয়ে যায় সময়ের গুণ আরো একবার চাই বৃহৎ বিস্ফোরণ। এবার বিস্ফোরিত হও পেতিনীর চোখে লাগুক আলোর ঝলকানী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।