আমাদের কথা খুঁজে নিন

   

অসুখ

Sad Cafe

অসুখ শীত এলে আমাদের বাইপোলার ডিজঅর্ডারগুলো জেগে ওঠে, শহরে নামতা পড়া পেঙ্গুইনেরা সচল হয়। রেস্তোরাঁর চিমনি থেকে উদ্গত হতে থাকে ভিভিড ধোঁয়াচিত্র, দূরাগত বাহনেরা এসে সন্তর্পণে চলে যায়। নির্জন রেস্তোরাঁগুলো দ্যাখো ভরে ওঠে অগুন্তি খরিদ্দারে, ঘন ঘুমের ভেতরে কারা সুস্পষ্ট জেগে রয়! পেঙ্গুইনেরা নামতা পড়ে, বিষন্ন হাসে, স্টপেজগুলো শুণ্য রয়ে যায়। আহা নিবিষ্ট সাইকেল, তার অভিমুখী সড়ক থেকে সরে গেছে সমস্ত তুষারপাতের গল্প! রোদের অসুখ... করোটির গহিনে নির্বিঘ্ন বরফের ছল শুরু হয়। --------------- আন্দালীব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।