২১) অসুখ
কোথা থেকে ভীর করে আসে
নানান অসুখ।
জীবন এর আঁকা বাঁকা পথ এ
বারবার কে যেনো নাম ধরে ডাকে।
চোখ ঘুরিয়ে নিতে চাই।
অথচ মন চলে যায় আর ও দুরে বহুদুরে
সমুখে চলার সাধ
নিরন্তর নিরবধি।
আকাশ যেখানে মাটি ছুঁতে পারে
সেখানে যেতে মন চায়।
মানুষ হবার একশো তিপান্নটি কারন
আমাকে আলোড়িতো করতে থাকে।
আমি ছুটতে থাকি
অসুখ থেকে সুখের দিকে।
আকাশ ছুঁতে হলে আরো কতটা আকাশ!
মানুষ ছুঁতে হলে আরো কত মানুষ!
এই এক জীবনের ধারাপাত আর ও কত বাকি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।